পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদ্রাসায় মিজবাহ উদ্দিন (২৩) নামের এক ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মাদ্রাসার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কঙজার জেলার সদর দক্ষিণ জানার ঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ আজিজের পুত্র। বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানা পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। সে মাদ্রাসার শর্টকোর্স বিভাগের ১ম বর্ষের ছাত্র।
মাদ্রাসার শিক্ষক মো. ফোরকান জানান, গত এক মাস আগে মিজবাহ শর্টকোর্স বিভাগের ১ম বর্ষে ভর্তি হয়। বৃহস্পতিবার সকালে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নামে সে। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিকেলে তার মৃত দেহ পুকুরে ভেসে উঠে। ঠিক কি কারনে মৃত্যু হয়েছে তা জানিনা। এটা রহস্যজনক মৃত্যু হতে পারে।
জানতে চাইলে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আকরাম হোসেন জানান, ময়নাতদন্ত করে জানা যাবে আসলে ঠিক কি কারনে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। মাদ্রাসার পুকুরে বৃহস্পতিবার বিকেলে মরদেহ ভেসে উঠার পর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে বলেও তিনি জানান।