পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়া চৌধুরীর ১১৬ তম বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মহেষখালীর মাসুম বলি। একই এলাকার বজল বলীকে হারিয়ে সে চ্যাম্পিয়ন হয়। বলি খেলা ও বৈশাখী মেলা গতকাল রবিবার উপজেলার বাস ষ্টেশনস্থ পাইকপাড়া আমজু মিয়া চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। বলি খেলায় প্রতিবছরের ন্যায় এবার কঙবাজার, উখিয়া, টেকনাফ, কুমিল্লা, হাটহাজারী, চকরিয়া ও বাঁশখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা অংশগ্রহণ করেন। বলি খেলা ও বৈশাখী মেলা উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমজু মিয়া পরিবারের সদস্য ও বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের আহবায়ক আনোয়ার আলম চৗধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মাসুম বলীর হাতে নগদ অর্থ তুলে দেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর। অনুষ্ঠানের পরিচালনা করেন আমজু মিয়া চৌধুরী বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব শাহজাহান চৌধুরী। অনুষ্ঠানে অতিথি বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, মুুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, বিএনপি নেতা মো. ইসমাইল মেম্বারসহ নেতৃবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পটিয়া পৌরসভার সাবেক মেয়র বলেন, দক্ষিণ চট্টগ্রামে হারিয়ে যাওয়া বলী খেলা ও বৈশাখী মেলা নতুন প্রজম্মের কাছে পরিচিতি লাভ করেছে আমজু মিয়ার বলী খেলা ও বৈশাখী মেলা। এ ধারা অব্যাহত রাখতে হবে। মেলা ও বলি খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন পরিবারের হাজারো সদস্য ও আত্মীয় স্বজনরা দূরদূরান্ত থেকে আসেন।