পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চোরাই মালামাল উদ্ধার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুলাই, ২০২৫ at ৮:৪৬ অপরাহ্ণ

পটিয়া থানা পুলিশের অভিযানে মামলা রুজুর ২ ঘন্টার মধ্যে আন্তঃ জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চোরাই স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আন্তঃ জেলা চোর চক্রের সদস্যরা হলেন, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মইল্যা পুটির বাড়ীর নুরুল আবছারের পুত্র নুরুল হাকিম শুভ (২৫), একই ইউনিয়নের ইব্রাহিম সওদাগর বাড়ীর হাসান আলীর পুত্র রিয়াজুর রহমান নিক্সন (২৪) ও একই ইউনিয়নের নুর মেম্বারের বাড়ীর গোলাম কাদেরের পুত্র মোঃ এরশাদ হোসেন (২০)।

এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ৪টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও নগদ ৪৮০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত রবিবার রাত ১টার দিকে পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের (৪১) বসতঘর হতে ৬ লক্ষ টাকার স্বর্ণ, নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, দুবাইয়ের ৫ হাজার দেরহামসহ ৩টি স্মার্ট ফোন চুরি হয়।

একই রাতে ঐ এলাকার নুর আহম্মদের (৫৯) বাড়ী হতে ৪ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণ, নগদ ১০ হাজার টাকা, ২টি স্মার্ট ফোন ও ১ টি মোবাইল ফোন চুরি হয়।

এই চুরির ঘটনায় দুবাই প্রবাসী মোহাম্মদ হেলাল সোমবার রাতে থানায় একটি এজাহার দায়ের করলে বাদীর এজাহারের প্রেক্ষিতে পটিয়া থানার একটি মামলা রেকর্ড করেন।

মামলা রেকর্ড পরবর্তী পটিয়া থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার দিবাগত রাতে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই মোঃ আব্দুল বাতেনসহ পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলা রুজুর ০২ ঘন্টার মধ্যে চুরি মামলার মূল রহস্য উদঘাটনপূর্বক ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোঃ নাজমুন নুর বলেন, গ্রেপ্তারকৃত তিনজন চিহ্নিত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। তাদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় কৃষক লীগ নেতা আটক
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার