চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে আনারস প্রতীকের দুই সমর্থককে কুপিয়েছে প্রতিপক্ষের কর্মী- সমর্থকরা
বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পশ্চিম হাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দে এ ঘটনা ঘটে। এসময় আনারস প্রতীকের কর্মী ও উপজেলা যুবলীগের আবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল (৪৩) ও আরেক সমর্থক মোঃ ওয়াসিম (৩৬) কে কুপিয়ে জখম করা হয়।
আহত উপজেলা যুবলীগের আবায়ক কমিটির সদস্য আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল জানান, দোয়াত-কলম প্রতীকের কর্মী ও হাইদগাঁও ইউপির বহিস্কৃত চেয়ারম্যান বিএম জসিম এর নেতৃত্বে সাকিবসহ ১০/১২ জন দোয়াত-কলম এর সমর্থকরা রাম দা ও কিরিচ দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে।
আহত আহত ফয়সাল জানান, আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ প্রতীক আনারস মার্কার পক্ষে কাজ করা তারা আমাদের কুপিয়েছে।
পরে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।