পটিয়ায় আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিসের কাউন্সিল

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া কাশেমুল উলুম মাদ্রাসা কর্তৃক নিয়ন্ত্রিত কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জামেয়া প্রাঙ্গণে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাবুননগরী মাদ্রাসার মুহতামিম, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্‌্‌ মুহিব উল্লাহ বাবুনগরী। বক্তব্য দেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিসের সভাপতি আল জামেয়া ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম আল্লামা মুফতী হাফেজ আহমদুল্লাহ, জামেয়া পটিয়ার মহাপরিচালক মুফতী আবু তাহের কাসেমী নদভী, শাইখে সানি আল্লামা মুফতি সামশুদ্দিন জিয়া, ঢাকাস্থ বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম আল্লামা আরশাদ রহমানি, নানুপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা সালাউদ্দিন নানুপুরী, জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইব, আঞ্জুমানের মহাসচিব জামেয়া পটিয়ার সিনিয়র মহাদিস আল্লামা একরাম হোসাইন ওয়াদুদী, আঞ্জুমানের সহকারী মহাসচিব আল্লামা আবদুল জলিল কওকব, ইত্তেহাদুল মদারিসের মুদির আল্লামা জসিম উদ্দীন কাসেমী, অর্থ সচিব মাওলানা মুহসিন আমিন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে কমিটিকে সম্প্রসারণ করে আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান পৃষ্ঠপোষক, আল্লামা হাফেজ মুফতী আহমদুল্লাহকে সভাপতি, আল্লামা আবু তাহের কাসেমী নদভী নির্বাহী সভাপতি, আল্লামা মুফতী সামশুদ্দিন জিয়া সিনিয়র সহসভাপতি ও মুফতী একরাম হুসাইন ওয়াদুদীকে মহাসচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট একটি আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিসের কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ইপিজেডে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধলোহাগাড়া থানা সংস্কারে শ্রমিক কল্যাণ ফেডারেশন