পটিয়ায় আইন–শৃঙ্খলা রক্ষাসহ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ৭ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্র উদ্ধার, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে গুজব রটনাকারী ও উস্কানীদাতা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পটিয়া থানা দালাল মুক্ত করে সাধারণ জনগণকে হয়রানি বিহীন দ্রুত সেবা প্রদান, চুরি–ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদক ব্যবসা বন্ধে সক্রিয় ভূমিকা ও ব্যবস্থা গ্রহণ, পুলিশকে রাষ্ট্রীয় দায়িত্বের স্ব–ভূমিকায় অবতীর্ণ হয়ে সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, সংগঠনের নেতা গাজী হাফেজ শাহেদ, মাহবুব উল্লাহ্, রিয়াজুল ইসলাম রাজু, হাসান আল বান্না, শোয়াইব জিয়া, আব্দুল্লাহ আল মারূফ।
উপস্থিত ছিলেন আবু সিদ্দিক, গাজী আবুল হাসনাত জুবায়ের, তামজিদ হোসাইন, সাজ্জাদ হোসেন শাকিল, জহিরুল ইসলাম, তাহসিন উল্লাহ, মিজানুর রহমান, আজিম মাহবুব, আজিজ আল নাহিয়ান, মাইনুউদ্দিন কানন, মো. আকবর খান আসিফ, জুবায়েত ইবনার প্রমুখ।