পটিয়ার বেলখাইন স্পোর্টিং ক্লাবের অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন মাদকমুক্ত সমাজ গড়তে আর ইভটিজিংসহ নানা অপরাধ রোধে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। আর যত বেশি খেলাধুলার প্রতিযোগিতার আসর বসবে ততই ভাল খেলোয়াড় উঠে আসবে। গত রোববার রাতে কর্তালা মিতালী সংস্থা সংলগ্ন মাঠে আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নমেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ডাক্তার বাদল কান্তি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্তালা বেলখাইন সদ্ধর্মলংকার বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরো। টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম আরিফ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনন্যা বড়ুয়া চৌধুরী। বক্তব্য রাখেন ব্যবসায়ী সাগর বড়ুয়া ববি,নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, ইউপি সদস্য নুরুল কবির চৌধুরী,প্রদ্যুৎ চৌধুরী, সাংবাদিক নয়ন বড়ুয়া জয়, রিপন বিশ্বাস, ব্যবসায়ী জ্যোতি বড়ুয়া জনি,বেলখাইন একতা ফুটন্ত ক্লাবের সাধারণ সম্পাদক গাজী এয়াকুব আলী শিপন, ব্যবসায়ী হোসেন নুর চৌধুরী, ব্যবসায়ী হেলাল উদ্দিন চৌধুরী।।পরে বেলুন উড়িয়ে ট্রফি উন্মোচন করেন ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু। টুর্নামেন্টে ১৬টি টিম অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলী হোসেন চৌধুরী।