পটিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন পাচুঁরিয়া এলাকায় অভিযান চালিয়ে এআরএইচ ব্রিকফিল্ড নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় ইটভাটাটির চিমনি ধ্বংস এবং সকল কার্যক্রম বন্ধ করে সেটি সিলগালা করে দেয়া হয়। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক উর্মী সরকার। কালারপোল পুলিশ ফাঁড়ির একদল পুলিশ তাদের সহায়তা করেন।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ব্রিকফিল্ড পরিচালনা করে আসছিল মালিকপক্ষ। এছাড়া ইটভাটাটিতে অনেক অনিয়ম পেয়েছি। আইন অনুযায়ী লোকালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। পাশেই একটি কলেজ ও বাজার রয়েছে। পাশাপাশি কৃষি জমির টপসয়েল এখানে পোড়ানো হচ্ছে এবং কাঠও পোড়ানো হচ্ছিল। তাই অভিযানের অংশ হিসেবে ধ্বংস করে ইটভাটাটি সিলগালা করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ অবৈধ কার্যক্রম চালাতে না পারে।

পূর্ববর্তী নিবন্ধযৌথ বাহিনীর অভিযান বান্দরবানে কেএনএফ সদস্যের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধকোরবানির পশুর হাটে নিরাপত্তা প্রদানে চেম্বার সভাপতির আহ্বান