চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজলার খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিকৃত মরদেহ উদ্ধার করা হয়েছে।
যার আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহের পরনে ছিল কালো পেন্ট। আজ শনিবার দুপুরে পটিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লোকটি মারা গেছে। পরে রাস্তার পাশে লাশটি কেউ ফেলে চলে যায়। মরদেহের হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।












