পঞ্চকবির গানের দল ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত হলো ‘পূর্ণ-জ্যোতি তুমি’ শীর্ষক শিরোনামে পঞ্চকবির সঙ্গীত সন্ধ্যার। গতকাল শুক্রবার এ বিশেষ অনুষ্ঠানে পঞ্চ গীতিকবির পঞ্চ সুধারসে সিক্ত হন শ্রোতারা।
রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলামের সৃষ্টি মনকাড়া সব গান নিয়ে ছন্দানন্দ এ আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী।
তিনি বলেন, আমাদের পরম্পরায়কে বাংলা গান শোনাতে হবে, বাংলা গানের চর্চা রাখতে হবে। পঞ্চকবির গানের দল ছন্দানন্দের এ উদ্যোগ ও আয়োজন খুবই প্রাসঙ্গিক এবং বাংলা গানের মূলধারাকে ধরে রাখতে পঞ্চকবির গানের এমন চর্চাকে আমি স্বাগত জানাই। পঞ্চকবির গানগুলো আমাদের হৃদয়ের গহীনে নাড়া দেয় প্রতিনিয়ত। সঙ্গীতে কোনো বিভাজন নেই উল্লেখ করে তিনি সবাইকে বাংলা গান শুনতে ও চর্চা করতে অনুরোধ করেন।
সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় পঞ্চকবির সঙ্গীত সন্ধ্যার। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় রজনী কান্ত সেনের ‘পূর্ণ-জ্যোতি তুমি’ গানটি। ছন্দানন্দের শিল্পীদের একক কণ্ঠে পরিবেশিত হয় পঞ্চকবির অনেকগুলো গান। দেবমিতা নন্দীর পরিকল্পনায় শ্রাবন্তী দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুষ্পিতা, স্নেহা, অন্তি, উপমা, জ্যোতিষা, ইরা, রাইসা, স্বস্তিকা, সৈমন্তি, সুদীপ্তা, পিংকা, নিশি, ঐশী, অর্পিতা, দেবশ্রী, নকশী, মৌহিতা, পুষ্পিতা, সুধা, সিমলা, অনন্যা, অনিষা। যন্ত্রানুষঙ্গে ছিলেন সুমন মজুমদার, অভিদাশ, রাহুল সরকার, নন্দদুলাল প্রমুখ।












