চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের মোহরা মৌলভী বাজার এলএল খান সড়কের রেল ক্রসিং। গুরুত্বপূর্ণ এই রেল ক্রসিংয়ে গেট কিপার হিসেবে দায়িত্বে রয়েছেন মো. রাজু। কিন্তু ট্রেন যাওয়া–আসার প্রায় সময়ই গেটে তিনি থাকেন না। স্থানীয় পঞ্চম শ্রেণির ছাত্র রিজভীকে দিয়ে এই ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করান।
গত বুধবার দুপুর ১২টায় দেখা যায়, চট্টগ্রাম থেকে ট্রেন যাওয়ার সময় ক্রসিংয়ে ব্যারিয়ার ফেলে যান চলাচল বন্ধ করে পতাকা হাতে দাঁড়িয়ে ট্রেন যাওয়ার সিগন্যাল দিচ্ছে পঞ্চম শ্রেণির ছাত্র রিজভী।
রেলের লেভেল ক্রসিংগুলোতে গেট কিপাররা ঠিক মতো নিজেদের দায়িত্ব পালন না করার অভিযোগ দীর্ঘদিনের। এই কারণে বিভিন্ন সময়ে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাসহ রেলের ব্যাপক ক্ষয়–ক্ষতি হয়ে থাকে। তারপরও রেলের গেট কিপাররা দায়িত্বে সচেতন নন। এই রুটে গেট কিপাররা দায়িত্ব পালনে সচেতন না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।