পঞ্চম ম্যাচে এসেও জয়ের দেখা পেল না শতদল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ১০:২৩ পূর্বাহ্ণ

এবারের প্রিমিয়ার ফুটবল লিগে এখনো জয়ের দেখা পায়নি শতদল ক্লাব। গতকাল প্রথম জয়েল একেবারে কাছে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়েছে স্টেডিয়াম পাড়ার দলটিকে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ঘটনাবহুল ম্যাচটিতে একেবারে শেষ মুহুর্তের গোলে হার এড়িয়েছে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। অথচ ম্যাচের ১১ মিনিটে এগিয়ে গিয়েছিল শতদল ক্লাব। আর সে গোল ধরে রেখেছিল ম্যাচের একেবারে ইনজুরি সময়ের শেষ মুহুর্ত পর্যন্ত। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দলটি। কোয়ালিটি স্পোর্টস ক্লাবের সাথে ১১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। এই ড্রয়ের ফলে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৫ ম্যাচে ৮ পয়েন্ট পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোয়ালিটি। যদিও সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্টও সমান ৮। কিন্তু গোল গড়ে এগিয়ে রয়েছে কোয়ালিটি। আর শতদল ক্লাবের পয়েন্ট ৫ ম্যাচে ৪। ৪টিতেই ড্র করেছে তারা। হেরেছে একটি ম্যাচে।

দুই দিন বিরতির গতকাল আবার শুরু হয় প্রিমিয়ার লিগের খেলা সমুহ। প্রথম দিনেই মাঠে নামে শতদল এবং কোয়ালিটি। শুরু থেকেই বলের নিয়ন্ত্রন নিয়ে খেলতে থাকে শতদল ক্লাব। আর সে সুযোগে খেলার ১১ মিনিটে এগিয়েও যায় শতদল। জুলফিকার দারুন এক গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের বাকি সময়ে দু দলই খেলেছে দা্‌রুন। কিন্তু গোলের দেখা পায়নি আর কোন দলই। ফলে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শতদল ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই কোয়ালিটি গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। কিন্তু যে সব সুযোগ তারা সৃষ্টি করেছিল সে গুলোকে গোলে পরিনত করতে পারেনি। ফলে এক সময় মনে হচ্ছিল লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ছে শতদল ক্লাব। এরই মধ্যে খেলা যখন একেবারে শেষের দিকে তখন ঘটে একটি অঘটন। খেলা দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে আক্রমনে উঠে কোয়ালিটি। শতদল ক্লাবের ডি বঙে তাদের এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি দাবি করে কোয়ালিটির খেলোয়াড়রা। এক পর্যায়ে রেফারীর সাথে তর্কে লিপ্ত হয় কোয়ালিটির ফুটবলাররা। কিন্তু রেফারী পেনাল্টি হয়নি সিদ্ধান্তে অটল থাকে। এরই মধ্যে মাঠে রেফারীর সাথে কোয়ালিটির ফুটবলারদের মধ্যে হাতাহাতি হয়। রেফারী কোয়ালিটির মিঠুকে লাল কার্ড দেখালে পরিস্থিতি আরো অবনতি হয়। পরে জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা মাঠে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর আবার শুরু হয় খেলা। দশ জন নিয়ে খেলতে থাকে কোয়ালিটি। ম্যাচের তখন বাকি মাত্র মিনিট দুয়েক। আর তাতেই গোল পরিশোধ করে ফেলে কোয়ালিটি। ম্যাচের ইনজুরি সময়ের শেষের দিকে অফ সাইড ট্রেফ ভেদ করে বল নিয়ে ঢুকে পড়েন কোয়ালিটির শাকিল আলি। সামনে শতদল ক্লাবের গোল রক্ষকের পাশ দিয়ে বল জড়ান জালে। খেলা ফিরে ১১ গোলে সমতা। পরের মিনিটে এগিয়েও যেতে পারতো কোয়ালিটি। এবার ডান প্রান্ত দিয়ে আক্রমনে উঠে ডি বঙের ভেতর থেকে হাসান কোনাকোনি যে শট নিয়েছিলেন তা চলে যায় সাইডবার ঘেষে। ফলে আর এগিয়ে যাওয়া হয়নি কোয়ালিটির। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে শতদল ক্লাব এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব। গতকাল ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শতদল ক্লাবের হৃদয় হাওলাদার। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ফারুকুজ্জামান।

আজ গুরুত্বপূর্ন এক ম্যাচে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচটি মুক্তিযোদ্ধার জণ্য বেশি গুরুত্বপূর্ন। কারন চার ম্যাচে তারা দুটিতে জিতলেও একটিতে হেরেছে আর একটি ড্র করেছে। অপরদিকে কিষোয়ান স্পোর্টিং ক্লাব টানা চার ম্যাচেই জিতেছে। বিকেল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে নিয়ে মোটেও ভয়ে নেই ইংল্যান্ড
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলায় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা