‘পঞ্চম’ বিশ্বকাপ খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপে খেলতে নামলেই পাঁচটি বিশ্বকাপ খেলার নজির গড়বেন মেসি-রোনালদো। ২০০৬ বিশ্বকাপে শুরু, এরপর ২০১০, ২০১৪ ও ২০১৮-তেও খেলেছেন তারা। মেসি ১৯ ম্যাচ ও রোনালদো খেলেছেন ১৭ ম্যাচে। এবার পাঁচটি বিশ্বকাপ খেলার ক্লাবে যোগ দিচ্ছেন আরো দু’জন। দুজনেই অবশ্য মেক্সিকোর গোলকিপার মেমো ওচোয়া ও মিডফিল্ডার আন্দ্রেস গুয়ার্দাদো। ২০০৬ বিশ্বকাপ থেকে নিয়মিত খেলে আসছেন তারা। মেসি-রোনালদোদের আগে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন চার ফুটবলার। সবার প্রথমে এই কীর্তি গড়েন মেক্সিকোর আন্তোনিও কারবাহাল। ১৯৫০ থেকে ১৯৬৬ পর্যন্ত পাচটি বিশ্বকাপে খেলেন তিনি। তারপর সেই ক্লাবে যোগ দেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস (১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮), ইতালির জিয়ানলুইজি বুফন (১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) ও মেক্সিকোর রাফা মারকেজ (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮)।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার হুয়ানক আদর্শ বিদ্যাপীঠ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপুলিশ-নওজোয়ান,পটিয়া-কল্লোল ড্র