পঞ্চম বিয়ে করায় হালিশহরে যুবককে কুপিয়ে হত্যা

চতুর্থ স্ত্রী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

পঞ্চম বিয়ে করায় মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার চতুর্থ স্ত্রী নূরজাহান (২৩)। গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মায়ের কলোনির ৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় নূরজাহানকে। নিহত আলাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি থানার মতি আলম বাজারের মইন উদ্দিনের ছেলে। কখনো রিকশা চালাতেন, কখনো ইটভাটায় শ্রমিকের কাজ করতেন তিনি। তার স্ত্রী নূরজাহান নোয়াখালীর মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা। আলাউদ্দিন একাধিক বিয়ে করেন। চতুর্থ স্ত্রী নূরজাহানকে নিয়ে হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মায়ের কলোনিতে থাকতেন।

পুলিশ, নূরজাহানের স্বজন এবং স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানা গেছে, সম্প্রতি আলাউদ্দিন গোপনে আরেকটি বিয়ে করেন। সেই স্ত্রীকে গ্রামের বাড়িতে রাখেন। বিয়ের বিষয়টি জানার পর ক্ষুদ্ধ হন নূরজাহান। নূরজাহানের প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার বিকালে পঞ্চম বিয়ে নিয়ে স্বামীস্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। সন্ধ্যায় নূরজাহানের স্বজনরা এসে বিষয়টি মিটমাট করার চেষ্টা করেন। তখন নূরজাহান স্বাভাবিক আচরণ করেন। রাত ৯টার দিকে তারা চলে যান।

এদিকে গতকাল রোববার ভোরে এক প্রতিবেশী আলাউদ্দিননূরজাহান দম্পতির ঘরের দরজা খোলা দেখতে পান। ওই প্রতিবেশী দেখেন, খাটে পড়ে আছে আলাউদ্দিনের নিথর দেহ। অদূরে ফ্লোরে বিমর্ষ অবস্থায় বসে আছেন নূরজাহান। মাঝখানে রক্তমাখা দা পড়ে আছে। ফ্লোরেও রক্ত দেখেন তিনি। এরপর ওই প্রতিবেশীর চিৎকারে অন্যান্য লোকজন এসে পুলিশে খবর দেয়। এরপর হালিশহর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এছাড়া গ্রেপ্তার করা হয় নূরজাহানকে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নূরজাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। তালাক না হলেও আগের তিন স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের কোনো সম্পর্ক ছিল না। সম্প্রতি নূরজাহান জানতে পারে, তাকে না জানিয়ে আলাউদ্দিন গোপনে আরেকটি বিয়ে করেছে। এতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর প্রতিশোধ নিতে শনিবার রাত ২টার দিকে নূরজাহান বাসায় তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে। ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। খুনের পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসেছিল নূরজাহান। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করে পুলিশ।

এদিকে প্রতিবেশী এক নারী সাংবাদিকদের বলেন, প্রায় এক বছর ধরে তারা (আলাউদ্দিননূরজাহান দম্পত্তি) কলোনিতে আছে। তাদের আচারব্যবহার ভালো ছিল। আরেকটা বিয়ে করা নিয়ে কাল (শনিবার) তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়া থেকে যে এতকিছু হয়ে যাবে কেউ কল্পনা করেনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজে ছাত্রদলের উপর হামলার অভিযোগ
পরবর্তী নিবন্ধঅর্থপাচার : এবার এস আলমকে দুদকে তলব