পঞ্চম ধাপে ২৭ মেয়র আ.লীগের বিএনপি ও বিদ্রোহী মিলে ২

| সোমবার , ১ মার্চ, ২০২১ at ১১:৪০ পূর্বাহ্ণ

পঞ্চম ধাপে গতকাল রবিবার ২৮ দেশে মোট ২৯টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কেবল বগুড়া পৌরসভায় জয় পেয়েছে বিএনপি। আর রংপুরের হারাগাছে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বাকি ২৭টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এদিন সবগুলো পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হয়। এই ধাপেও দুজন নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র নায়ার কবির ও নীলফামারী সৈয়দপুর পৌরসভায় রাফিকা আকতার জাহান বেবি। স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রংপুরের হারাগাছে এরশাদুল হক। বিএনপি থেকে জয়ী একমাত্র মেয়র প্রার্থী জয়ী হয়েছেন বগুড়া পৌরসভা নির্বাচনে রেজাউল করিম বাদশা ।
এ নির্বাচনে ভোট চলাকালে নীলফামারী পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাক্কাধাক্কিতে একজন অসুস্থবোধ করেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়াও সন্ধ্যায় মাদারীপুর পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর ফল ঘোষণার সময় ভুল তথ্য দিয়ে সঙ্গে সঙ্গে সংশোধন করা হলেও তা মেনে নিতে পারেননি প্রথমে বিজয়ী ঘোষিত কাউন্সিল প্রার্থী। এ কারণে শহরের বেশ কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালানোসহ ভাঙচুরের ঘটনাও ঘটে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসার সেবামাস শুরু হচ্ছে আজ