পঞ্চদশ সংশোধনী পুরো বাতিল চেয়ে আপিল

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

কেবল কয়েকটি ধারা নয়, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন রিট মামলার বাদীপক্ষ।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া ওই রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়। তাতে আংশিক দাবি পূরণ হলেও এখন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাইছেন তারা। খবর বিডিনিউজের। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া সোমবার সুপ্রিম কোর্টে এ আপিল দায়ের করেন। ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করে হাই কোর্ট। রিটকারীর আবেদন অনুযায়ী, পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল না করায় এ আপিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২০৩০ সালের মধ্যে অপারেশনে যাবে বে টার্মিনাল : বন্দর চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধচর রাঙামাটিয়া ও উসমানিয়া পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন