অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত ১৫–১৬ বছর মানুষ ভোট কি জিনিস ভুলে গেছে। অতীতের ওই নির্বাচন নয়, খুব কম সময়ের মধ্যে একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন দেওয়া হবে। আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন। পছন্দের প্রতীকের ওপর সীল মারতে পারবে এমন একটা ভোটের ব্যবস্থা করা হবে। যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, আমরা তাঁদের হাতে ক্ষমতা হস্তান্তর করব।
তিনি অরো বলেন, দেশের অত্যন্ত নাজুক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এখনো যে পরিস্থিতি তেমন একটা ভালো তা কিন্তু নয়। তিনি গতকাল শুক্রবার পটিয়া আল জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভার সমাপনী দিবসের বক্তব্যে একথা বলেন।
মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়্যবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পাকিস্তান থেকে আগত আল্লামা ইলিয়াছ ঘুম্মান, হেফাজত ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, হাফিজুর রহমান ছিদ্দিক কুয়াকাটা, মুফতি রেজাউল করিম আবরার, মুফতি মোহাম্মদ আলী, মুফতি আজিজুল হক।