আজাদী প্রতিবেদন
চকবাজার থানার অভিযানে দুর্গন্ধযুক্ত (পচা) মাংস ও অননুমোদিত ক্যামিকেল দিয়ে অপরিষ্কার এবং নোংরা পরিবেশে বিরিয়ানি তৈরীর অভিযোগে হাজী বিরিয়ানি হাউজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আজাদীকে জানান দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর উপায়ে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিরিয়ানি প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার সময় চকবাজার থানা পুলিশের অভিযোগের ভিত্তিতে গতকাল ২৮ জানুয়ারি বেলা দুইটার দিকে ভোক্তা অধিকার পরিষদ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ ও আনিছুর রহমান চকবাজার থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে চকবাজার থানাধীন চকসুপার মোড়স্থ ‘হাজী বিরিয়ানি হাউজ’ নামক বিরিয়ানি দোকানের মালিক হাজী নাজমুল বিশ্বাসকে এক লক্ষ টাকা জরিমানা করেন এবং উক্ত বিরিয়ানি হাউজ সিলগালা করেন।