অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বোয়ালখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও এক হোটেল সিলগালা করে দেয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় শাহ জালাল বেডিংকে ২ হাজার টাকা, আল মোবারক স্টোরকে ২ হাজার টাকা, নুরুল আমিনকে ৩ হাজার টাকা, মায়ের দোয়া প্লাস্টিক এন্ড স্টিলকে (কাননুগোপাড়া) ৫ হাজার, ত্রিপল ব্যবহার না করে বালি পরিবহন করায় মোহাম্মদ জাহেদকে ৫ হাজার টাকা, জাহেদ হোসেনকে ৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় জোটপুকুর এলাকার দরবার হোটেলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে পচা–বাসি বিক্রি করায় উপজেলা সদরের বিছমিল্লাহ হোটেলকে সিলগালা করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর বিভিন্ন ধারায় ৭ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট বেকারিগুলোকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।











