ঊনাইনপূরা সুহৃদ সম্মিলনীর সাবেক সভাপতি ও বিএডিসির সাবেক সহকারী পরিচালক পঙ্কজাভ বড়ুয়া (৭৯) গতকাল সোমবার নগরীর মোমিন রোডস্থ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, ৪পুত্র, পুত্রবধূ,নাতি–নাতনি, আত্মীয়–স্বজন, শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কাল মঙ্গলবার অনিত্যসভা তাঁর নিজবাড়ি উকিল ভবনে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, মহাসচিব সুদীপ বড়ুয়া, অ্যাড.জয়শান্ত বিকাশ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, লায়ন টিংকু বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া দিলীপ, অপু বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড, তাপস বড়ুয়া, বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী কাঞ্চন, নয়ন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












