আনোয়ারায় কোরবানির পশুর হাটে পকেটমার সন্দেহে জনতা দুই ব্যক্তিতে আটক করে পিটুনি দিয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট পশুর বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার পর জনতা একজনকে বেঁধে পিটুনি দিলেও পুলিশ যাওয়ার আগে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ। জনতার হাতে আটক একজনের নাম মো. কামাল (৩৫)। তিনি নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে অপর জনের নাম জানা যায়নি।
থানার এসআই জয়নাল আবেদীন জানান, গতকাল বিকেলে উপজেলার সরকার হাটে জনতা দুই পকেটমারকে আটক করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশ যাওয়ার আগেই যার কাছ থেকে জনতা দেড় লাখ টাকা উদ্ধার করে তাকেই আবার তারা ছেড়ে দেন। তবে অপর অভিযুক্ত কামালকে জনতা পুলিশের হাতে তুলে দিলেও কেউ তার বিরুদ্ধে অভিযোগ না করায় বাজার কমিটির পরামর্শে তাকে ছেড়ে দেয়া হয়। তাছাড়া কামালের কাছে কোনো টাকা পাওয়া যায়নি বলে জানায় জনতা।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ জানান, জনতা হাতে নাতে পকেটমার ধরার পর ছেড়ে দেওয়া দুঃখজনক। কেননা অপরাধীরা ছাড়া পেলে অপরাধ বাড়বে। সে আবারো বাজারে পকেট মারবে, জনতা ক্ষতির শিকার হবে। তাই এ বিষয়ে কোনো ঘটনা ঘটলে পুলিশ যাওয়ার আগে কোন অপরাধীকে ছেড়ে না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান ওসি।












