তামিম ইকবাল খান। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। শুধু তাই নয় সন্দেহাতীতভাবে তিনি বাংলাদেশের সেরা ব্যাটার। কিন্তু গত বেশ কিছুদিন ধরে তামিমের ব্যাটে চলছিল রান খরা। এই সিরজে আগের দুই ম্যাচে করেছিলেন যথাক্রমে ১৪ এবং ৭ রান। তারও আগে নিজেদের মাঠে এই দলটির বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ৩. ২৩ এবং অপরাজিত ৪১ রান। সবশেষ হাফ সেঞ্চুরিটা করেছিলেন তামিম ২০২২ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। অবশেষে টানা দশ মাস নয় ম্যাচে ব্যর্থতার পর আবার হাফ সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল।
সবকিছু ঠিক থাকলে ভারতে অনুষ্ঠেয় ২০২৩ বিশ্বকাপে তামিমই থাকবেন বাংলাদেশের অধিনায়ক। কিন্তু বিশ্বকাপের আগে দিয়ে অধিনায়কের এমন ফর্ম দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল অনেককেই। তার স্ট্রাইক রেট নিয়ে সমালোচনাতো চলছেই। তবে রান না পাওয়াতে সেটা আরও তীব্র রূপ ধারণ করে। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকালও ইনিংসের শুরুটা ছিল নড়বড়ে। ফিরতে পারতেন অল্পতেই। কিন্তু তাকে নতুন জীবন দেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। জশ লিটলের বলে সহজ ক্যাচ নিতে পারেননি স্লিপে থাকা ফিল্ডার। এরপর নিজেকে সামলে নিয়ে নিরাপদে খেলার চেষ্টা করেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করার আগে একবার জীবনও পেয়েছিলেন তিনি। ৬১তম বলে গিয়ে স্পর্শ করেন ক্যারিয়ারের ৫৬তম হাফ সেঞ্চুরির। সবশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছিলেন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই হারারেতেই করেছিলেন সবশেষ সেঞ্চুরিটাও। সেটা অবশ্য ২০২১ সালে। ২০ ম্যাচ ধরে সেঞ্চুরিহীন তামিম গতকাল অবশ্য আরেকটি সেঞ্চুরি তুলে নিতে পারেননি। ফিরেছেন ৬৯ রান করে। ১৫২ মিনিট উইকেটে থেকে এই রান করতে ৮২ বল খেলেছেন তামিম। মেরেছেন ৬টি চার। দলকে ১৮৬ রানে পৌছে দিয়ে ফিরেন তামিম। শেষ পর্যন্ত বাংলাদেশ দল করে ২৭৪ রান।