বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবির ঘটনায় ভাসতে থাকা ৯ জন নাবিককে জীবিত উদ্ধার করা সেই মঙ্গল জলদাসকে (৩৫) সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার সন্দ্বীপ উপজেলা পরিষদের সভাকক্ষে আমেরিকান প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদের পক্ষ থেকে তাকে একটি নৌকার ইঞ্জিন, মাছ ধরার জাল ও নগদ অর্থ প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা আবু হেলাল চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন বলেন, মঙ্গল জলদাস যদি ওদিন সাগরে ভাসমান লোকগুলোকে উদ্ধার না করতেন, ঘটনাটি হয়তো অন্যরকমও হতে পারতো। তিনি সাহসিকতা ও মানবিকতার কাজ করেছেন। তরুণ প্রজন্মের কাছে এটি একটি শিক্ষনীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন, সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ বশির আহমদ খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দীন বেদন, ইলিয়াস কামাল বাবু, ইসমাইল হোসেন মনি, সাজিদ মোহন, আনোয়ার হোসন, মিরাজুল মাওলা রিজভী, খোদাবঙ সাইফুল, মঙ্গল জলদাস প্রমুখ। উল্লেখ্য, গত ৩১ মার্চ বঙ্গোপসাগরে টাগ বোট দুর্ঘটনায় ডুবে যাওয়া ৯ জন নাবিককে জীবিত উদ্ধার করেন মঙ্গল জলদাস ও তার তিন সঙ্গী। ওই দিন সন্ধ্যায় তাদের এই বীরত্বের কথা ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিলো।