নয় দিনেও হদিস নেই রাউজানের নিখোঁজ দুই বোনের

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

নয় দিন ধরে নিখোঁজ রাউজানের দুই শিক্ষার্থীর সন্ধান এখনো মিলেনি। গত ২৮ সেপ্টেম্বর সকালে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের শীল পাড়ার সৌদি প্রবাসী মিন্টু শীলের কন্যা ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিঝুম শীল (১৬) তার প্রতিবন্ধী ছোট বোন ঋর্তিকা শীলকে (০৮) নিয়ে বিদ্যালয়ে যাওয়ার উদেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এই ঘটনায় দুই শিক্ষার্থীর চাচা ঝুন্টু শীল ২৯ সেপ্টেম্বর রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।
নিখোঁজ দুই বোনের দাদু স্বপন শীল বলেন, কিছু দিন আগে নিঝুম একটি মোবাইল ফোন কিনেছিল। সেই ফোনে সৌদি প্রবাসী এক ছেলের সাথে কথা বলতো। প্রবাসী ওই ছেলেটি আমার নাতনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল নিঝুমের বাবাকে। কিন্তু তাদের বাবা সেই প্রস্তাব নাকচ করে দিলে ওই ছেলের সাথে তাদের বাবার কথাবার্তা বন্ধ হয়ে যায়। ওই ছেলের বাড়ি চন্দনাইশে। আমরা সেখানেও যোগাযোগ করেছি। দুই বোন সেখানেও যায়নি।
ঘটনার তদন্তে থাকা এসআই আক্কাস উদ্দিন জানান, এখনো ঘটনা রহস্য উদঘাটন করা যায়নি। তাদের পরিবারের সাথে কথা বলে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপানগাঁও টার্মিনাল গতি পেল না ৮ বছরেও
পরবর্তী নিবন্ধএকাধিক বিয়ে করা মিনুর জামিন মেলেনি