নয়া বাজার বিশ্বরোড মোড়ে গোল চত্বর চাই

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম সড়ক হালিশহর রোডের নয়া বাজার বিশ্বরোড মোড়ে গোল চত্বর স্থাপন করা জরুরি। কয়েক বছর পূর্বে বিশ্বরোড মোড়ে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হওয়ার পরে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে গোল চত্বর স্থাপন করা হলেও বিশ্বরোডের উন্নয়ন ও সংস্কার কাজের পর পুনরায় গোল চত্বর স্থাপন না করে পুড়ো রাস্তায় পিচঢালা করা হচ্ছে।
ফলে রাস্তা পারাপারে দুর্ঘটনার আশংকা রয়েই গেছে। তাই অতিশীঘ্রই গোল চত্বর স্থাপনের জন্য এলাকাবাসীর পক্ষে মাননীয় মেয়র মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানাচ্ছি।

এলাকাবাসীর পক্ষে
মো. রবিউল আলম
এ ব্লক, হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতু যেন এত মরণফাঁদ
পরবর্তী নিবন্ধশিবপ্রসাদ চট্টোপাধ্যায়: ভারতীয় ভূগোলের জনক