নয়া ওয়েব সিনেমায় দীঘি

| শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চলতি প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা দীঘি। সর্বশেষ তাকে দেখা গেছে আরটিভি প্রযোজিত তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ গানে স্কুলছাত্রীর বেশে। একই ব্যানার থেকে এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন রূপে। তাকে নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব সিনেমা ‘মার্ডার নাইনটিজ’। প্রযোজক সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনা এবং মেজবাহ উদ্দিন সুমনের রচনায় এটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। নির্মাতা বলছেন, এটি বাংলাদেশের প্রথম পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। যেখানে দীঘির বিপরীতে আছেন খায়রুল বাসার। সমপ্রতি দু’জনেই চুক্তিবদ্ধ হলেন একই টেবিলে বসে। এর শুটিংও শুরু হয়েছে গতকাল থেকে। নির্মাতা জানান, ওয়েব সিনেমাটি ৯০ দশকের একটা আলোচিত খুনের ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার মোশাররফের সাথে লায়ন ইমরানের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধতেলাওয়াত করে প্রশংসিত ওয়ারফেজের গায়ক পলাশ