নয়াবাজার বিশ্বরোডে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’

| বৃহস্পতিবার , ২৭ অক্টোবর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

হালিশহরের নয়াবাজার বিশ্বরোড এলাকার বড় সাহেব সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র বুক সেলফ দেয়া হয়েছে। গত শনিবার সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম মাওলা জসিমের ব্যবস্থাপনায় ও সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের আয়োজনের উদ্বোধক ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার এসএম আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ স্টুডেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক ইকবাল ইবনে মালেক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কামরুল হাসান, বর্তমান সভাপতি আতিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক সাঈদ আফ্রিদি শিশির, মহিউদ্দিন সৌরভ, অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশ। এসএম আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে আমাদের মাঝে বই বিমুখতা দেখা যায়। বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে এমন উদ্যোগ আসলেই ব্যতিক্রম। উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশঙ্কা উস্কে পরমাণু হামলার মহড়া করল রাশিয়া
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনে নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে