নয়াবাজার-বিশ্বরোডে ফুটওভার ব্রিজ চাই

| শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:৩৯ পূর্বাহ্ণ

আতঙ্কের আরেক নাম যেন সড়ক দুর্ঘটনায় মৃত্যু। বর্তমান সময়ে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে উঠেছে। পত্রিকার পাতা, টেলিভিশন কিংবা ফেসবুক খুললেই দেখা যায় এর ভয়াবহতা। পরম স্নেহময়ী মাতার সামনে পুত্রের শব্দহীন দেহ কিংবা সন্তানের সামনে পিতার নিথর দেহ! এই যেন মেনে নেওয়া যায় না। ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২১ হাজারের চেয়ে বেশী। যার ৩২% পথচারী। হালিশহর, নয়াবাজার, বিশ্বরোড একটি গুরুত্বপূর্ণ মোড়। প্রভাতের সূর্য উঠতে না উঠতে অগণিত পথচারী এই মোড়ে রাস্তা পারাপার হয়। অতিরিক্ত পরিবহন ও চালকদের ভয়ঙ্কর গতির কারণে পথচারীদের রাস্তা পার হতে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের বেশী অসুবিধা হয়ে থাকে। অতএব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সার্বিক অবস্থা বিবেচনা করে অত্র এলাকায় উক্ত মোড়টিতে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণের আবেদন জানাচ্ছি।

শরীফ হাসান, হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমুহাম্মদ আবদুর রহমান : অনন্যসাধারণ এক ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধযাকাত আদায় লুঙ্গি শাড়ি দিয়ে নয়