নয়ন নাথ নিরব স্মৃতি ক্রিকেটে বন্দর স্পোর্টস কমপ্লেক্সের জয়

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

এস এস ক্রিকেট একাডেমি আয়োজিত নয়ন নাথ নিরব স্মৃতি ওডিআই ক্রিকেট টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে বন্দর স্পোর্টস কমপ্লেক্স জয় পেয়েছে। গতকাল অনুষ্ঠিত খেলায় বন্দর ৪০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২০২ রান করে। দলের সাফায়েত ৩৫ ও নিশান ৩৩ রান করে। পাঁচলাইশ একাডেমির সাইফুল,হৃদয় ও মোস্তফা ৩টি করে উইকেট নেয়।

জবাবে পাঁচলাইশ একাডেমি ২৬ ওভার খেলে সব উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয়। দলের ইব্রাহিম ২৯ রান করে। বন্দরের ফাহিম পারভেজ ৩টি উইকেট নেয়। ম্যান অব দ্যা ম্যাচ বিজয়ী দলের মো. ফাহিম পারভেজ। তার হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট প্রশিক্ষক মো. ইসমাইল।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ