বাসদ : নড়াইলসহ সারাদেশে নৃশংস সামপ্রদায়িক হামলার প্রতিবাদে ও মদদদাতাদের শাস্তির দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ গতকাল নগরীর নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত হয়।
শেষে একটি মিছিল নিউমার্কেট মোড় থেকে আশেপাশের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরি জয়, সদস্য মহিন উদ্দিন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ।
উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার সংগঠক জোবাইর বিণা, সুপ্রীতি বড়ুয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি মিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রীতম বড়ুয়া। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন। বক্তারা বলেন, সারাদেশে ক্রমাগত সামপ্রদায়িক হামলা ও এসব ঘটনায় বিচারহীনতার ফল হিসেবেই আমরা নড়াইলে সামপ্রদায়িক হামলাকে দেখি। গত ১৫ জুলাই ফেসবুক পোস্টের জের ধরে হামলা করা হয় নড়াইলের লোহাগড়ায়। এই ঘটনায় হিন্দু সমপ্রদায়ের ১০০টির বেশী বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর ও জ্বালিয়ে দেয়া হয়।
এর ১মাস আগে নড়াইলে আমরা সামপ্রদায়িক উস্কানিতে এক শিক্ষককে জুতার মালা পরিয়ে লাঞ্চনার ঘটনা প্রত্যক্ষ করেছি। এরকম শিক্ষক লাঞ্চনা, সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়ি-ঘড় জ্বালিয়ে দেয়াসহ, ধর্ষণ-হত্যার ঘটনা নিয়মিত দৃশ্যে পরিণত হয়েছে। ২০১২-২০২১ এই ৯ বছরে এরকম সামপ্রদায়িক হামলার ঘটনা ঘটেছে প্রায় ৩৬৭৯ টি। একদিকে দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি ও শাসকদলের ধর্মকে ক্ষমতার স্বার্থে ব্যবহারের অপরাজনীতিই এসকল ঘটনাকে উসকে দিচ্ছে। একদিকে মুখে অসামপ্রদায়িকতার কথা, অন্যদিকে হেফাজতসহ বিভিন্ন সামপ্রদায়িক গোষ্ঠীর সাথে আঁতাত ও সামপ্রদায়িক হামলার বিচার না করার ঘটনাতেই সরকারের হীন রাজনৈতিক চরিত্র আমাদের সামনে স্পষ্ট হয়। বক্তারা এসব হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় দেশের সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
নিপীড়নের বিরুদ্ধে চট্টগ্রাম : নড়াইলে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘নিপীড়নের বিরুদ্ধে চট্টগ্রাম’ এই ব্যানারে মানববন্ধন গতকাল সোমবার চেরাগী মোড় চত্বরে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুস্তফা কামাল আখতার, প্রকৌশলী সৌমেন দাশ, মিলন দাশ, শিক্ষক সাবিনা পারভীন লিনা, শিক্ষক কাঞ্চনা চক্রবর্তী, বিধুভূষণ দাশ বিধান, বিচিত্রা সেন, প্রীতম দাশ, সুচিত্রা চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে ছিলেন মহুয়া ভট্টাচার্য। মানববন্ধনে বক্তারা এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার : ‘সারাদেশে সাম্প্রদায়িক হামলা-রুখে দাও বাংলা’ এই প্রতিপাদ্যে গতকাল সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী জেলা সংসদ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।সংগঠনটির সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কবি মানিক বৈরাগী, ডা. নুরুল আবছার, সায়ন্তন ভট্টাচায, স্বরুপ চক্রবর্তী, অসীম কুমার দে, বাঁধন সরকার। বক্তারা ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার বানিয়ে সংখ্যালঘুদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। এতে উপস্থিত ছিলেন রাহুল মহাজন, অসিম কুমার দাশ, মনিরা মনি, মানিক দাশ, মানস দাশ, আশিষ রায়, শাহেদ হোসাইন মুবিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।