চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, আগামীর প্রজন্মের জন্য একটি আধুনিক, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করতে হবে। গত ১৬ সেপ্টেম্বর নগরীর শুলকবহরস্থ বহদ্দারহাট কালারপুর এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, আমি চাই এই আসনের কেউ যেন বেকার না থাকে। নির্বাচিত হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আমার অগ্রাধিকার হবে। নতুন বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। জনগণ ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা চায়, আর সেই আকাঙ্ক্ষা পূরণে দাঁড়িপাল্লাকে জয়ী করতেই হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। বক্তব্য রাখেন বনি আমীন, এরশাদ হোসাইন, মো. মাইনুদ্দীনসহ স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।