ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

জামায়াত মনোনীত প্রার্থীদের মতবিনিময় সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীতে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থীদের সঙ্গে আইনজীবীদের মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চট্টগ্রামের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম৯ আসনের প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

বক্তারা বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। কিন্তু অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বিরোধী রাজনৈতিক দল ও প্রার্থীরা বারবার হয়রানি, মামলা, গ্রেপ্তার ও প্রশাসনিক বৈষম্যের শিকার হয়েছে। এই বাস্তবতায় ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে আরও উপস্থিত ছিলেন ল’ইয়ারস কাউন্সিলের সেক্রেটারি অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট আরিফুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব, এলডিপি নেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, নেজামে ইসলামীর অ্যাডভোকেট নেজাম উদ্দিন, অ্যাডভোকেট ফজলুল বারী, দুদকের স্পেশাল পিপি অ্যাডভোকেট কবির হোসেন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন, অ্যাডভোকেট রোবায়াত ইসলাম, অ্যাডভোকেট মোরশেদ উদ্দিন, অ্যাডভোকেট জসিম সরকার অ্যাডভোকেট নওশাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মদসহ বিক্রেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদাঁড়িপাল্লা প্রতীক হবে ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক