ন্যাশ প্রতিরোধে চাই ‘লাইফ স্টাইল মডিফিকেশন’ ও জনসচেতনতা

সিম্পোজিয়ামে বক্তারা

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ন্যাশ দিবস-২০২২ উপলক্ষে নগরীর একটি হোটেলে ‘স্টপ ন্যাশ নাউ’ শীর্ষক সিম্পোজিয়ামের আয়োজন করেছে লিভার কেয়ার সোসাইটি। কর্তৃক আয়োজিত এসব কথা বলেন সিম্পোজিয়ামে বক্তারা বলেন, ফ্যাটি লিভার বা লিভারে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে লিভারের প্রদাহের নাম হল ‘ন্যাশ (নন-অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস)। ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ স্থূলতা বা মোটা হওয়া, যথেষ্ট শারীরিক পরিশ্রম না করা, ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাস। ফাস্ট-ফুড কালচার ফ্যাটি লিভারের বাড়তি প্রাদুর্ভাবের অন্যতম কারণ। রোগটির পরিচিতি নতুন হলেও বিশ্বব্যাপী এই ন্যাশ এখন মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও একইভাবে বিস্তার ঘটছে ন্যাশের।

ডা. মেহেরুন্নেসা খানমের উপস্থাপনায় সিম্পোজিয়ামে নিজেদের প্রেজেন্টেশন তুলে ধরেন চমেক হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, চমেক এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা আক্তার, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নিল)। ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ন্যাশ রোগীদের মধ্যে প্রায় ৩০ শতাংশ পরবর্তী সময়ে লিভার সিরোসিসে আক্রান্ত হতে পারে। আর তাদের মধ্যে কারো কারো লিভার ক্যান্সারও হতে পারে।

তবে এটি লিভারের রোগ হলেও বেশীরভাগ রোগী মারা যান হৃদরোগ, স্ট্রোক কিংবা কিডনী জটিলতায়। ন্যাশ চিকিৎসায় এখনো শতভাগ কার্যকর ওষুধ আবিষ্কৃত হয়নি। এর সবচাইতে কার্যকর চিকিৎসা ‘লাইফ স্টাইল মডিফিকেশন’ ও জনসচেতনতা। সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান, ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, অধ্যাপক ডা. এরশাদ উদ্দীন আহমেদ, অধ্যাপক ডা. মো. নুরুল হুদা, ডা. আলোক কুমার রাহা, সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দীন শাহেদ চৌধুরী, ডা. বিদুুৎ বড়ুয়া, ডা. মো. এনামুল হক, ডা. হামিদ হোছাইন আজাদ, মো. রবিউল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘কর্ণফুলীর কোলে সবুজের আঁচলে’র সবুজ বিতরণ
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা ছাত্র ইউনিয়নের কাউন্সিল অধিবেশন