ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. ফজিলাতুন্নেসা মালিক গত মঙ্গলবার চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। তিনি হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং স্বল্প সময়ে উল্লেখযোগ্য অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নিজস্ব জায়গা সংস্থানে তিনি তাৎক্ষণিক কিছু পরামর্শ দিয়ে ব্যবস্থা গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. এ কে এম নাছির উদ্দিন ও সংগঠনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উল্লেখ্য অধ্যাপক ডা. ফজিলাতুন্নেছা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার ডা. এম এ মালিকের সুযোগ্য কন্যা। প্রেস বিজ্ঞপ্তি।