বহদ্দারহাট ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবসের আলোচনা সভা কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে ও শিক্ষক মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সাংবাদিক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুন, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন। শুরুতে শোভাযাত্রার মাধ্যমে বহদ্দারহাট কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। প্রধান অতিথি বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়াই এখন বড় চ্যালেঞ্জ। প্রেস বিজ্ঞপ্তি।












