বহদ্দারহাটস্থ ন্যাশনাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র–ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের নিয়মিত হেলথ চেক আপ সেইফ আইডিয়াল হেলথ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত হেলথ ক্যাম্প উদ্বোধন ও আইডিয়াল হেলথ কেয়ারের সাথে ন্যাশনালের স্বাস্থ্য সুবিধা চুক্তি অনুষ্ঠান অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শিক্ষক ফারজানা ববি ও মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, দৈনিক পিপলস ভিউর সম্পাদক ওসমান গণি মনসুর। অতিথি ছিলেন, পরিচালক মো. আনোয়ার ছিদ্দিক চৌধুরী, আইডিয়াল ও ন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এস মোস্তাাকীম, প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসুদ্দিন, ল্যাব ডাইরেক্টর ডা. মোঃ নুরুল আবছার, ডা. জাহিন তাসনিম, ডা. রিয়াহুল জান্নাত, ডাইরেক্টর অপারেশন হাসান মুরাদ চৌধুরী, জি এম মো. জানে আলম, মো. সাইদুল করিম, এনামুল হক চৌধুরী নিশান, মো. সাজ্জাদ হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে হেলথ চেক আপ প্রোগ্রাম নিয়মিতভাবে অব্যাহত রাখার ঘোষণা দেন। তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আগামী প্রজন্মের তরুণদের গড়ে তুলতে সচেষ্ট থাকবো। প্রেস বিজ্ঞপ্তি।