ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাংয়ের পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

পূর্ব নাসিরাবাদ ২নং গেটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগংয়ের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত সিরাত কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাতুন্নবী (সা.) মাহফিল ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কোঅর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সহোযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির ও মুহাম্মদ নাসির উদ্দিন। প্রধান আলোচক মানবতার মহান শিক্ষক মহানবী (সা.)-এর জীবনীর উপর সারগর্ভ আলোচনা পেশ করেন এবং শিক্ষার্থীদেরকে সুন্দর ও সফল জীবন গঠনে রাসূল (সা.)-এর দেখানো পথ ও আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সিরাত কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মহানবী (সা.)-এর শানে শিক্ষার্থীদের না’তে রাসূল পরিবেশনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কোঅর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, মিডল সেকশন কোঅর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র সেকশন কোঅর্ডিনেটর নার্গিস আকতার, মতলুবা নাসরিন, ইসরাতুন্নেসা মুক্তা, আতিয়া রহমানি, সোহানা ইসলাম, দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ তাহসিন, বদরুল আহসান ও আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ামোনাজাত পরিচালনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির ৬৪ হেফজ ও এতিমখানায় খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধসাবেক পুলিশ কর্মকর্তা উত্তমের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ