ন্যায্য বিশ্ব ব্যবস্থা চান চীনের প্রেসিডেন্ট শি

| বুধবার , ২১ এপ্রিল, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিশ্ব ব্যবস্থায় প্রভাবশালী দেশগুলোর ক্ষমতা কাঠামো প্রত্যাখ্যানের আহ্‌বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বোয়াও ফেরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্‌বান জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানবাধিকার লংঘনসহ একাধিক বিষয়ে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ আহ্‌বান জানালেন তিনি। শি তার বক্তৃতায় কিছু সংখ্যক দেশের প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেন; বলেন, এ ধরনের চেষ্টা অন্যদের ক্ষতি করবে এবং কারোই লাভ হবে না। চীন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের আধিপত্যের বদলে বিশ্ব ব্যবস্থায় নিজেদেরসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আরও প্রতিফলন দেখতে চাওয়ার কথা বলে আসছিল। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধরাউল কাস্ত্রোর পদে ডিয়াজ ক্যানেল
পরবর্তী নিবন্ধকয়েক মাসে করোনা নিয়ন্ত্রণ সম্ভব