ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিক্রি করছে রাউজান পৌরসভা

রাউজান প্রতিনিধি | সোমবার , ২৮ জুন, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভার শ্রমজীবী ও গরিব মানুষের অর্থনৈতিক টানাপোড়নের কথা বিবেচনা করে ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে। এই উদ্যোগ নিয়েছেন মেয়র জমির উদ্দিন পারভেজ। গত ২৩ জুন পৌরসভার সামনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগে নির্বাহী সদস্য ফজলে করিম চৌধুরী, ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরী। এ সময় ফারাজ করিম চৌধুরী বলেন, পৌরসভা মেয়রের এই উদ্যোগ প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগণ অনুসরণ করতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্যালেন মেয়র বশির উদ্দিন খাঁন, কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল, শওকত হাসান, জানে আলম জনি, অ্যডভোকেট সমীর দাশগুপ্ত, অ্যডভোকেট দীলিপ কুমার চৌধুরী, আজাদ হোসেন, জসিম উদ্দীন চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাছিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন্নেছা, জিল্লুর রহমান মাসুদ, আবু ছালেক, দিপলু দে দিপু, ছাবের হোসেন, তানভির চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ।
আরমান সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআটকে গেলো ‘গ্যাংস্টার’
পরবর্তী নিবন্ধপোশাক শিল্প লকডাউনের আওতামুক্ত রাখায় সন্তোষ