ন্যায় ও ইনসাফের আদর্শ ধারণ করতে হবে

সিবিএফ আগ্রাবাদ অঞ্চলের সভায় নজরুল ইসলাম

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে রাসূল (.) এর ন্যায় ও ইনসাফের আদর্শ ধারণ করতে হবে। এই প্রেরণায় আমাদেরকে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

গতকাল শুক্রবার নুর মহল তাসফিয়া হলরুমে মহানগরী চট্টগ্রাম বিজনেস ফোরাম আগ্রাবাদ অঞ্চলের উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিবিএফ আগ্রাবাদ অঞ্চল সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আবু হানিফার সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, সিবিএফ থানা আমীর শাহজাহান মুহাম্মদ মহিউদ্দিন, সিবিএফ থানা সভাপতি জালাল উদ্দীন আকবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ
পরবর্তী নিবন্ধইউএসটিসির বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থীদের হ্যান্ডস অন পিসিআর