ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে

তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভায় বক্তারা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠেয় ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার ও ‘তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পৃথক প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ করেছে বিএনপি, যুবদল ও শ্রমিকদল।

চট্টগ্রাম১০ : পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সফলতার মুখ দেখেছে তরুণদের হাত ধরেই। একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে। আমাদের নেতা তারেক রহমান তাই তরুণ নেতৃত্বের বিকাশ এবং রাষ্ট্রীয় কাঠামোতে তাদের অংশগ্রহণের পথ সুগম করতে তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ করার নির্দেশ দিয়েছেন।

তিনি গতকাল চট্টগ্রাম১০ সংসদীয় আসন এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগর বিএনপির সদস্য মোশাররফ হোসেন দিপ্তির সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, আব্দুল আলীম স্বপন, কমিশনার শামসুল আলম, জসিম উদ্দিন জিয়া, তোফাজ্জল হোসেন, মোশাররফ জামাল, শরীফুল আলম, খাজা আলাউদ্দিন।

চকবাজার বিএনপি : গতকাল চকবাজার তেলিপট্টি মোড়ে অনুষ্ঠিত চকবাজার ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম বাবলুর সভাপতিত্বে ও নুরুল আলম শিপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মো. মহসিন, মাহবুব রানা, নেতা সালাউদ্দীন কায়সার লাভু, রমজু মিয়া, নুর হোসাইন, শফিকুল ইসলাম, শাহজাহান কবির শাহীন, আবু আহমেদ, জাহেদুল হক, আলী হায়দার বাবু ও জসিম উদ্দিন।

ডবলমুরিং : আগামী ১০ মে শনিবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশকে সফল করার লক্ষ্যে ডবলমুরিং থানা যুবদল নেতা রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে নগরীর আগ্রাবাদের টিএনটি কলোনীর পাশের কাঁচাবাজার, সাউথল্যান্ড মার্কেটসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা জসিম, মনির, সুমন, কামাল, তারেক, সোহেল, রতন, অলি, কাদের, জুবায়ের, মোশারফ সেলিম, শফিক আলী, অভি, কাউসার প্রমুখ।

বায়েজিদ : গতকাল বুধবার বায়েজিদ থানাধীন ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডে যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বাবুল, মিল্লাত হোসেন, হুমায়ুন কবির, ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সদস্য মাসুদ রানা, ইমন, দেলোয়ার, মাসুদ রানা, সোলেমান ইউনিট যুবদলের যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর বাদশা, সোহেল, এরশাদ, জহির, জাকির, মাইনুল প্রমুখ। পরে বায়েজিদ বোস্তামী থানা সড়কে পথচারী ও দোকানদার এবং কর্মজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ ও এলাকাবাসীর মাঝে রিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সিএসইর লিডিং ট্রেক হোল্ডারদের বৈঠক
পরবর্তী নিবন্ধচিটাগাং রোজ ভ্যালি লায়ন্স ক্লাবের নিয়মিত সভা