ন্যাড়া মাথায় সালমানকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বলিউডের ভাইজান খ্যাত সালমান খান মুম্বাইয়ের বাড়ি থেকে বের হওয়ার সময় প্রায়ই ক্যামেরাবন্দি হন। এবার তিনি নতুন স্টাইলে ক্যামেরাবন্দি হয়েছেন। গত রবিবার তাকে এক রেস্তোরাঁয় পৌঁছতে দেখা যায়। এক পার্টিতে উপস্থিত হন তিনি। তবে এসময় সালমান খানকে ন্যাড়া মাথায় দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সালমান খানের নতুন লুক। রবিবার রাতে ন্যাড়া মাথায় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন বলিউডের অভিনেতা।

তাকে দেখা যায় নিজের গাড়িতে চড়ে একটি রেস্তোরাঁয় যেতে। এসময় তিনি কালো ট্রাউজার, কালো শার্টে নজরকাড়েন সবার। অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনা পেলেন ভাইজান। এসময় দেখা যায় করমর্দন করে রেস্তোরাঁর ভিতরে ঢুকে যান তিনি। সালমান খানের নতুন লুক দেখে উত্তেজিত ও উচ্ছ্বসিত তার অনুরাগীরা। পাপারাৎজিদের পোস্ট করা ভিডিওতে সবাই মজার মজার সব মন্তব্য করছেন।

পূর্ববর্তী নিবন্ধরাজ-পরীর মারামারি ঠেকাতে গিয়ে আহত! যা বললেন তমা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের পর এবার দেশেও ‘গোয়িং হোম’ সিনেমার বাজিমাত