সদ্য ইউক্রেইনের রাজধানী কিইভ সফর করে আসা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পশ্চিমা গণতন্ত্রণের প্রশংসা করেছেন, অপরদিকে পশ্চিমের তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের বর্ষপূর্তি হচ্ছে শুক্রবার, তার আগে সপ্তাহজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আর দু’পক্ষের মধ্যে প্রথমে কথা বলেছেন পুতিন।
মঙ্গলবার রুশ পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ন্যাশন’ ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। পশ্চিমারা নাৎসি জার্মানিকে সক্রিয় করে তুলেছিল আর এখন ইউক্রেনকে রাশিয়া–বিরোধী একটি নব্য–নাৎসি শাসনে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন তিনি। খবর বিডিনিউজের।