নৌ পরিবহন সেক্টরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে

শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় আ ন ম শামসুল ইসলাম

| রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেন, যেকোনো দেশ, সমাজ ও রাষ্ট্রে শাসক শ্রেণির শাসনের প্রভাব প্রতিফলিত হয়। বিগত ষোলো বছরে শ্রম সেক্টরে ফ্যাসিবাদের স্থানীয় দোসররা সন্ত্রাস ও নৈরাজ্য কায়েম করেছিল। অনিয়ম ও জুলুমই অঘোষিত নিয়মে পরিণত হয়েছিল। স্বৈরাচারের জুলুমের জঞ্জাল সরানোই এখন বর্তমান সরকার এবং আমাদের সকলের নাগরিক দায়িত্ব। সকল জুলুমের অবসান ঘটাতে হবে। ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে দেশের সকল শ্রম সেক্টরে নৈরাজ্য, সন্ত্রাস ও অধিকার হরণ বন্ধ করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি গতকাল শনিবার চট্টগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহানগরীর নৌ পরিবহন সেক্টরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নৌ পরিবহন সেক্টরের সভাপতি ইঞ্জিনিয়ার শেহাব উল্লাহর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সাঈদ আনোয়ারের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের মহানগরের প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া, আবদুল গফুর।

প্রধান বক্তা শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামের বন্দর ও নদীপথের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য। এই সমুদ্র ও নদীপথ দিয়ে নৌ পরিবহনের মাধ্যমেই এদেশে ইনসাফের বার্তা নিয়ে এসেছিল ইসলামের সুমহান আদর্শ। চট্টগ্রামের নৌ পরিবহন সেক্টরকে সেই সোনালি ঐতিহ্য ধারণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিঃস্বার্থ নবজীবন সংগঠনের শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারের বিভিন্ন বিভাগ পরিদর্শনে প্রশাসক