নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন।

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০১ পূর্বাহ্ণ

আজ ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। খবর বাসসের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থা’র ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহবুব কবির ও বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল বাশার আবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন নৌপরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মো. মনজুরুল কবীর।

পূর্ববর্তী নিবন্ধআজ শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ
পরবর্তী নিবন্ধবিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ