আমি শুধু এইটুকু অঙ্গীকার ব্যক্ত করতে চাই, আজকে আমাদের নৌ যাতায়াতের যে দুর্ভোগ তা যদি লাঘব করতে না পারি, দিনে রাতে যদি আমার সন্দ্বীপের মানুষকে নৌ দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে না পারি তাহলে আমি আর কখনো ভোটে দাঁড়াবো না। গতকাল শনিবার সন্দ্বীপ উপজেলা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘোষণা দেন সন্দ্বীপ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা।
এসময় তিনি আরও বলেন, স্পিডবোটের ভাড়া ২০০ থেকে ২৫০ টাকার বেশি হতে পারে না। জেলা পরিষদের কাছে মালামালের পরিবহন ভাড়া কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, পণ্য পরিবহনে যদি ব্যবসায়ীরা কম খরচে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্দ্বীপে পণ্য নিয়ে আসতে পারে সেক্ষত্রে তারা ভোক্তাদের কাছে অল্প মুনাফায় কম দামে পণ্য বিক্রি করতে পারবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন বেদন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি চৌধুরী ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননেছা চৌধুরী জেসি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।