নৌ ও বিমান বাহিনী যেন আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে পারে : প্রধানমন্ত্রী

পদোন্নতিতে দক্ষ কর্মকর্তাদের বিবেচনার ওপর গুরুত্ব

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো প্রস্তুতি রাখতে নৌ বাহিনী ও বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদে অংশগ্রহণ করে তিনি এই নির্দেশনা দেন। শেখ হাসিনা বলেন, তার সরকার আধুনিক নৌ ও বিমান বাহিনী গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবায়িত করার পদক্ষেপ নিয়েছে। এটা আপনাদের সব সময় মনে রাখতে হবে, আমাদের বিশাল জনগোষ্ঠী। ভৌগলিক সীমার দিক থেকে অল্প জায়গা। এই সমস্ত মানুষগুলোর মৌলিক চাহিদাগুলো আমাকে পূরণ করতে হবে। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে হবে। কিন্তু বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, বিজ্ঞানের নতুন নতুন প্রযুক্তি আসছে, প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তার সঙ্গে তাল মিলিয়ে যেন আমরা চলতে পারি, সেই প্রস্তুতিও আমাদের থাকতে হবে। খবর বিডিনিউজের।
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে ২০১৮ সালে সরকার নতুন করে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে, যা মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে।
একটি যুগোপযোগী সশস্ত্র বহিনী গড়ে তোলার লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করার কথা জানিয়ে তিনি বলেন, সেটা ১৯৭৪ সালে জাতির পিতার প্রতিরক্ষা নীতিমালার আলোকেই। আর এর বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি। প্রধানমন্ত্রী বলেন, আমরা কারো সাথে যুদ্ধ করতে চাই না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই পররাষ্ট্রনীতি-সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমি এইটুকু বলতে পারি যে, আমরা অত্যন্ত দক্ষতার সাথে প্রতিটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছি। দেশের সার্বিক উন্নয়নে যার কাছ থেকে যতটুকু সহযোগিতা নেওয়া দরকার বা আমাদের উন্নয়ন সহযোগী যারা হবে, সকলের সাথে একটা ভালো সদ্ভাব রেখে, ভালো একটা সম্পর্ক রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কারণ শান্তি ছাড়া কোনো দেশের উন্নতি করা সম্ভব না। যুদ্ধ ধ্বংস ডেকে আনে। আমরা ধ্বংসের পথে যেতে চাই না। কিন্তু কেউ যদি আক্রমণ করে… বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। সেজন্য আমাদের সব সময় প্রশিক্ষণ এবং সরঞ্জামাদি… আমি মনে করি আমাদের যতটুকু ক্ষমতা আছে, তার মধ্য দিয়েই আমাদেরকে সেইভাবে প্রশিক্ষণও অব্যাহত রাখতে হবে। আবার আমাদের সব ধরনের প্রয়োজন যাতে মেটে, তার ব্যবস্থাও আমাদের করতে হবে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। সেটাই আমরা সব সময় চাই।
বর্তমানে পদোন্নতির ক্ষেত্রে নৌ ও বিমান বাহিনীতে টেবুলেটেড রেকর্ড অ্যান্ড কমপারাটিভ ইভালুয়েশনের (ট্রেস) মতো আধুনিক পদ্ধতি নেওয়া হয়েছে জানিয়ে নির্বাচনী পর্ষদের সদস্যদের তিনি বলেন, এর ভিত্তিতেই যেন তারা জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করেন। আবার পাশাপাশি আমি এটাও বলব, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে কর্তব্য পালনে অনেক দক্ষতার পরিচয় দিতে পারে। তারাও যেন অবহেলিত না হয়। সেদিকটাও আপনারা বিবেচনা করবেন।

পূর্ববর্তী নিবন্ধফের একদিনের গণ টিকা
পরবর্তী নিবন্ধআনলাকি থার্টিনের কবলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে!