চাঁদপুরে মেঘনা নদীতে নোঙর করা জাহাজে সংঘটিত সেভেন মার্ডারের প্রকৃত কারণ উদ্ঘাটন, নির্মম এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে দেশব্যাপী শুরু হওয়া লাগাতার কর্মবিরতির কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
এর ফলে দেশের ভোগ্যপণ্যের সরবরাহ নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত হওয়ার যে শংকা তৈরি হয়েছিল তার অবসান হলো। প্রায় ১৬ লাখ টন পণ্য নিয়ে নদী এবং সাগরে অলস ভাসতে থাকা জাহাজগুলোতে রাতেই কাজ শুরু হয়েছে।
এতে করে দেশের ভোগ্যপণ্যের বাজারে নেতিবাচক প্রভাবের যে শংকা তৈরি হয়েছিল তা থেকেও নিস্তার মিললো। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আহুত অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ শনিবার রাতে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের উদ্যোগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে শ্রমিক নেতারা কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আজ নৌ পরিবহন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির সাথেও বিষয়টি নিয়ে বৈঠক করবেন। সরকারের পক্ষ থেকে নৌপথ নিরাপদ করাসহ ফেডারেশনের চার দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়া নৌযানের শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিনে শনিবার নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মাকসুদ আলমের উদ্যোগে উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
নৌ পরিবহন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বৈঠকে কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক ঘন্টারও বেশি সময় ধরে শ্রমিকদের দাবি দাওয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে সেভেন মার্ডারের প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে বলে আশ্বস্ত করা হয়। একই সাথে নৌ পথ নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানানো হয়েছে।