মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজে গতকাল একটি মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে দশম ও একাদশ শ্রেণির প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো।
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি তাদের বক্তব্যে বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরেন। বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদেরকে মাদকবিহীন জীবন গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান, মাদকের কুফল সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন এবং শিক্ষার্থীদেরকে ধর্মীয় অনুশাসন মেনে সৃজনশীল মানবিক মানুষ হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ তার বক্তব্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং যে কোনো পরিস্থিতিতে মাদককে ‘না’ বলার জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেন। ফটোসেশন ও শিক্ষার্থীদেরকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।