বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রামের শিক্ষক–শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ভবনের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে বসন্ত ও তারুণ্য উৎসব গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এতে সভাপতিত্ব করেন স্কুল ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম। সমগ্র আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল প্রতিষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত শিক্ষার্থীরা তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী প্রতিভার প্রতিফলন দেখায়। অধ্যক্ষ ক্যাপ্টেন মো. আশরাফুল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।